মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই - শুভজিৎ দে
" স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজের, আজ আর নেই, জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই, " তবে তার সুরের জাদুতে মেতে ছিল আট থেকে আশি সকলে, যার গান আজও এই প্রজন্মকে ভাবায়, হাসায় আবার কখনও কখনও কাঁদায়ও। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ অজস্র ভাষায় তিনি ছ'দশক ধরে গান গেয়েছেন। ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগৎ-এ অন্যতম একজন শিল্পী, আজ থেকে 101 বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শ্রী প্রবোধচন্দ্র দে। হ্যাঁ, এই নামটির সাথে অনেকেই আমরা পরিচিত নই, তিনি আমাদের কাছে চিরপরিচিত মান্না দে নামে। আজ মে দিবসের পাশাপাশি মান্না দে'র 101তম জন্মবার্ষিকী।
প্রবোধচন্দ্র দে
চিত্রঋণ - Wikipedia
(কাকা) কৃষ্ণচন্দ্র দে'র অনুপ্রেরণায় প্রবোধচন্দ্রের সঙ্গীত জগৎ এ প্রবেশ ঘটে, 1942 সালে তিনি বর্তমান মুম্বাই এ যান। সেখানে প্রথমে কাকা (কৃষ্ণচন্দ্র দে) ও পরে শচীনদেব বর্মনের সহকারী হিসাবে কাজ করেন, এই একই সময় তিনি শিক্ষাগুরু হিসেবে সান্নিধ্য পান ওস্তাদ আমান আলী খান ও ওস্তাদ আব্দুল রহমান খানের, যাঁদের থেকে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম পান। 1943 সালে তামান্না ছবিতে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তার অভিষেক ঘটে। এর পর তার কন্ঠ উপহার দিয়ে গেছেন একের পর এক কালজয়ী সব গান। হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, শচীনদেব বর্মন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ছাড়াও আরও অনেকের সাথেই তিনি কাজ করেছেন, গেয়েছেন রবীন্দ্র সংগীত সহ প্রায় 3500 গান। সঙ্গীত ভূবনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে ভারত সরকার তাঁকে 1971 সালে পদ্মশ্রী, 2005 সালে পদ্মভূষণ, ও 2007 সালে দাদাসাহেব ফালকে সম্মান প্রদর্শন করে সম্মানিত করেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষন প্রদান করে সম্মানিত করেন।
জীবনের জলসাঘরে
আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে
2005 সালে বাংলা ভাষায় তিনি তার আত্মজীবনী " জীবনের জলসাঘরে " বই প্রকাশ করেন, পরে এটির ইংরেজী অনুবাদ " Memories come alive. " হিন্দিতে " ইয়াদেন জি ওথি (Yaden Jee Uthi)" এবং মারাঠি ভাষায় সেই আত্মজীবনী বই " জীবনের জলসাঘরে " নামে অনুদিত হয়েছে। মৃত্যুর কিছুদিন আগে পর্যন্তও তিনি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন স্থান ভ্রমণ করেন।
জীবনের জলসাঘরে
বইটির অন্যদুটি ভাষায় অনুবাদ গ্রন্থ
বাংলা গানের কিংবদন্তী শিল্পী হওয়ার আগেই হিন্দি সিনেমার প্লেব্যাক শিল্পী হিসেবে নিজের আসন পাকা করে নিয়েছিলেন মান্না দে। ‘আওয়ারা হু’ থেকে শুর করে ‘ইয়ে দোস্তি' তাঁর জনপ্রিয় গান সমূহের তালিকায় আছে অজস্র গান, মনে হয় কোনোটিকেই বাদ দেওয়া যায় না, সেখান থেকে কিছু গান -
হিন্দি গান
1. লাগা চুনরি মে দাগ, সেমি-ক্ল্যাসিক্যাল ধাঁচের এই গানটি মান্না দে গেয়েছিলেন 1963 সালের সিনেমা ‘দিল হি তো হ্যায়’র জন্য। সাহির লুধিয়ানভির কথায় সুর দিয়েছিলেন রোশান। বৃদ্ধ এক সংগীতশিক্ষকের বেশে রাজ কাপুরের দারুণ অভিনয় গানটিতে যোগ করেছিল এক অনন্য মাত্রা। গানটির লিংক -
https://youtu.be/uD5Pe4k3myI
https://youtu.be/uD5Pe4k3myI
2. অ্যায় মেরে জোহরা জাবিন, 1965 সালের তারকাবহুল ‘ওয়াক্ত’-এর জন্য এই একটি গানই গেয়েছিলেন মান্না দে। সাহির লুধিয়ানভির কথায় গানটিতে উঠে এসেছিল অনেকদিনের বিবাহিত জীবনের সুন্দর দাম্পত্য আর ভালবাসার গল্প। আর বলরাজ সাহানি, অচলা সাচদেভের অভিনয়ে সহজ কিন্তু দারুণ শ্রুতিমধুর এই গানটি পেয়েছিল অসম্ভব জনপ্রিয়তা। গানটির লিংক -
https://youtu.be/Zm7vxgjrRAU
https://youtu.be/Zm7vxgjrRAU
3. এক চাতুর নার কারকে শৃঙ্গার, ষাটের দশকের বিখ্যাত কমেডি ‘পাড়োসান’ মানেই - মান্না দে- কিশোর কুমারের সেই ঐতিহাসিক যুগলবন্দী। সিনেমায় দক্ষিণ ভারতীয় সংগীত গুরু মেহমুদের কণ্ঠ হিসেবে বেছে নেওয়া হয় মান্না দেকে। রাহুল দেব বর্মণের শুরে অসাধারণ এই গানটি আজও শ্রোতাদের মনে গেঁথে আছে। গানটির লিংক -
https://youtu.be/lGfTQ-YFjIE
https://youtu.be/lGfTQ-YFjIE
4. ইয়ে রাত ভিগি ভিগি, লতা মুঙ্গেশকারের সঙ্গে মান্না দের সফল রোমান্টিক গানের সংখ্যা কম নয়। তার মধ্যে ‘চোরি চোরি’ সিনেমার এই গানটিকে উপরের দিকেই রাখতে হবে । রাজ কাপুর আর নার্গিসের অভিনয়ে গানটি চিরসবুজ প্রেমের গান হিসেবে হিন্দি গানপ্রেমীদের মনে ঠাঁই করে নিয়েছে। গানটির লিংক -
https://youtu.be/f1DZxkiMjRo
https://youtu.be/f1DZxkiMjRo
5. জিন্দেগি ক্যায়সি হ্যায় পাহেলি, হৃষিকেশ মুখার্জির ক্ল্যাসিক সিনেমাগুলির মধ্যে একটি 1971 সালের ‘আনন্দ’। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ক্যান্সারাক্রান্ত যুবক আনন্দ যে দুঃখকে গ্যাসভরা বেলুনের মতোই উড়িয়ে দে। রাজেশ খান্না অভিনীত চরিত্রটির কণ্ঠে সলিল চৌধুরীর সংগীত পরিচালনায় এই গানটি গেয়েছিলেন মান্না দে। সমুদ্রসৈকতে বেলুন ওড়াতে ওড়াতে জীবনের মানে খুঁজতে থাকা রাজেশ খান্না যখন গানটি গেয়ে ওঠেন তখন শ্রোতাও তার সুরে হারিয়ে যায়। গানটির লিংক - https://youtu.be/3vgDb4TQneA
6. ইয়ে দোস্তি, ‘শোলে’ সিনেমার এই গানটির কথা না বললে আসলে মান্না দের হিন্দি গানের তালিকা অসম্পূর্ণই থেকে যায়। রমেশ সিপ্পির কিংবদন্তী এই সিনেমায় দুই বন্ধু জয়-ভিরুর (অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র) সম্পর্কে তুলে ধরা এই গানটি আজ বন্ধুত্বের সমার্থকই হয়ে গেছে। রাহুল দেব বর্মণের সুরে গানটিতে মান্না দের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। গানটির লিংক -
https://youtu.be/R2HQGNuIY-Y
https://youtu.be/R2HQGNuIY-Y
বাংলা গান
মান্নাদের গান তাও আবার বাংলায়, চোখকান বন্ধ করে সবাই এই গানটির কথাই বলবে,
1. কফি হাউসের সেই আড্ডা, ছোট হোক বড়ো হোক কিংবা বুড়ো হোক আড্ডা না হলে বাঙালী হয়ে ওঠা যাই না। কফি হাউস গানটি সেই আড্ডা প্রিয় বাঙালীর কথাই বলে। কফি হাউস ইন্টেলেক্চুয়াল রোমান্টিক বাঙালীর পীঠস্থান বললে বোধহয় ভুল কিছু বলা হবে না। চারমিনার ঠোঁঠে ,আর গলায় রাজনীতি,বিষ্ণু দে,যামিনী রায়,রবীন্দ্র নাথ ,এই নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে এখানে অনেকেই। কত কবি, লেখক, প্রেমিক রসদ খুঁজে পেয়ে এসেছে এই কফি হাউস এর আড্ডায়। গান টিতে এরকমই প্রেম বিরহ, হতাশা প্রাপ্তি, সখ্যতা এইসব কিছু মিলিয়ে কোথায় যেন আমরা বার বার নিজেদের এই গানটিতে খুঁজে পাই। গানটির লিংক - https://youtu.be/UEvny4Z4xJo
2. সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল, ফুটবল প্রীতি বরাবরই বাঙালীর মনে ঘর করে এসেছে। মোহন বাগান আর ইস্ট বেঙ্গল কে ভালো খেলে, এই তর্কের বোধহয় কোনো শেষ নেই। ফুটবুল প্রিয় বাঙালীর জন্যই বোধয় মান্না দে গেয়েছিলেন "সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল " গানটির লিংক - https://youtu.be/fQn_o5u5E4A
3. সে আমার ছোট বোন বড়ো আদরের ছোট বোন, এই গানটি আজ ও আমাদের চোখে জল এনে দেয়। স্নেহ,মায়া মমতা ভালোবাসার এক অসামান্য মেলবন্ধন এই গানটি। ভাই এবং বোনের এমন ভালোবাসার গল্প এমন মধুর ভাবে কোথায় শুনেছি আমরা বলতে পারেন? কত শিল্পীর জীবন হয়তো এভাবেই থেমে গিয়েছে। গানটির পরিণতি করুন হলেও গানটি আজ আমাদের মনে দাগ কাটে। গানটির লিংক - https://youtu.be/h1iXsOt8xZM
4. আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, কোনো মন্দিরে যখন আমরা যাই তখন আমরা একটি গান প্রায় বাজতে শুনে থাকি। দূর্গা পুজো বা কালী পুজোর সময় প্যান্ডেলে এই গানটি প্রায়ই শোনা যায়।মনে পড়ছে কি গান টি ? গানটির লিংক - https://youtu.be/sbY8D1yEO6Y
5. স্বপ্নের কফি হাউস, কফি হাউসের সেই আড্ডাটা গাওয়ার প্রায় 20 বছর পর এটি রেকর্ড হয়েছে, প্রথমদিকে গানটি বাজারে পাওয়া না যাওয়ায় শিল্পী হতাশ হয়েছিলেন, গানটি শুনলে বোঝা যায় অনেককে হারিয়ে ফেলার কথা, তাদের স্মৃতির কথা। গানটির লিংক - https://youtu.be/CvRVpiDLx94
5. স্বপ্নের কফি হাউস, কফি হাউসের সেই আড্ডাটা গাওয়ার প্রায় 20 বছর পর এটি রেকর্ড হয়েছে, প্রথমদিকে গানটি বাজারে পাওয়া না যাওয়ায় শিল্পী হতাশ হয়েছিলেন, গানটি শুনলে বোঝা যায় অনেককে হারিয়ে ফেলার কথা, তাদের স্মৃতির কথা। গানটির লিংক - https://youtu.be/CvRVpiDLx94
এভাবে যদি গানের বিবরণ দিতে যাই, তবে এ লেখা কোনোদিনই শেষ করা যাবে না, তাই শুধু গানের নাম বলে যাই -
ভালোবাসর রাজপ্রাসাদে
অবশেষে 24শে অক্টোবর 2013 সালে ফুসফুসে জটিলতা নিয়ে ব্যাঙ্গালোর -এর এক হাসপাতালে মৃত্যু বরণ করেন এই প্রবাদ প্রতিম শিল্পী। হ্যাঁ, সেই সাতজন নেই আজ, শেষ ধ্রুবতারাটিরও পতন ঘটেছে, কিন্তু টেবিলটা আজও আছে, সাতটা পেয়ালা আজ খালি নেই, একই সে বাগানে এসেছে নতুন কুঁড়ি, শুধু সেদিনের মালি নেই। শুধু কলেজ স্ট্রিটের কফি হাউস নয়, আগামী প্রজন্ম'ও তার এইসব কালজয়ী অনবদ্য সৃষ্টিকে মাথায় তুলে রাখবে, আজ তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে তার গানেই স্মরণ করি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই ।
তথ্যসূত্র
Wikipedia
You Tube
জীবনের জলসাঘরে - মান্না দে
Comments
Post a Comment
If you have any doubt, please let me know.