Posts

Showing posts with the label স্বদেশী ও বয়কট

কেসোরাম কটন মিল - শুভজিৎ দে

Image
কেসোরাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড চিত্রঋণ - অনুসন্ধান কতৃক সংরক্ষিত যখন সারা বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার বিস্তার ও তার প্রভাব দেখে হতবাক ঠিক তখনই কেসোরাম কটন মিল 1919 সালে প্রতিষ্ঠা হয় এদেশে, তাও একেবারে এই কলকাতার সন্নিকটে মেটিয়াবুরুজ অঞ্চলে। মেটিয়াবুরুজ অঞ্চলের নাম বস্ত্র রপ্তানি বাণিজ্যে বেশ প্রসিদ্ধ। আর সেই মেটিয়াবুরুজ নির্ভর দেশীয় বস্ত্র শিল্পের প্রাণ সঞ্চার করেছিল সেই সময়ই, আর সেই প্রতিষ্ঠান হচ্ছে কেসোরাম কটন মিল। সুদূর ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানারকম কারণ ছিল, তার মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির জোগান। ভারতের ক্ষেত্রে তা একটু অন্যরকম ছিল, এই সব প্রতিষ্ঠান ভারতে এমনি এমনি হয়নি, এর অন্তরালে থেকেছে একটি বিপ্লব, একটি প্রতিবাদ, আর এই বিপ্লব ও প্রতিবাদ হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। যার জন্য এদেশে গড়ে উঠেছিল নানান স্বদেশী প্রতিষ্ঠান, আর এই দেশীয় শিল্পায়ন প্রেক্ষাপটকে শিল্পবিপ্লব বলাই চলে, তবে বলে রাখা উচিত শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Industrial Revolution. এই শব্দটি সর্ব প্রথম ব্যাবহার করেন ইংরেজ ঐতিহাসিক Arnold Tynbee. ১৮৮০ সালে তিনি তাঁর লেখা "L