অন্ধকারের ইন্টারনেট : অজানা সব তথ্য - শুভজিৎ দে
আমাদের অনেক কিছুই অজানা, আর সেই অজানাকে জানার জন্য আমাদের কাছে আছে মাত্র তিনটি উপায়, 1. ভ্রমণ 2. ইন্টারনেট 3. বই। আর এই ইন্টারনেটে কত সব তথ্য। তবে এই ইন্টারনেটের আমরা কেবল আলোর দিকটি জানি, অন্ধকার সম্পর্কে আমরা সেভাবে অবগত নই, আজকের লেখা সেই অন্ধকার নেই। চিত্রঋণ - Wikipedia Google সার্চ ইঞ্জিনে কিছু লিখলেই বেড়িয়ে আসে বহু তথ্যসূত্র, সেই তথ্য গুলি যে ডোমেইন এর মাধ্যমে দেওয়া হয় তার শুরু হয়, ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) দিয়ে, এটি হচ্ছে একটি তথ্যভাণ্ডার যেখানে আমার আপনার খোঁজকরা সাধারণ তথ্য পাওয়া যায়। ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) 1989 সালে টিম বার্নাস লি'র দ্বারা আবিষ্কৃত হয়, কোনো কিছুতে ইন্টারনেটের মাধ্যমে সহজে প্রবেশ করার প্রথমিক ধাপ হিসেবে। এই ওয়াল্ড ওয়াইড ওয়েবের ওয়েবসাইট গুলোকে বিভিন্ন হাইপার লিংক এর সাথে সংযুক্তিকরণ করা হয়, যেখানে ব্যবহারকারীগণ বিভিন্ন ডোমেইন এর সুবিধায় সেখান থেকে তথ্য সংগ্রহ করেন। এই ওয়াল্ড ওয়াইড ওয়েবের তিনটি স্তর, 1. সারফেস ওয়েব, যা আমি আপনি ব্যবহার করি, সাধারণ সার্চ ইঞ্জিন এখানে ব্যবহৃত হয়। 2. ডিপ ওয়েব, এটি ইন্টারনেটের একটি অদৃশ্য অংশ, যা সাধারণ সারফেসে সা...