Posts

Showing posts from March, 2018

প্রথম বারের জন্য প্রদর্শিত কিছু জৈন প্রত্ন সামগ্ৰী - শুভজিৎ দে

Image
16 থেকে 18 মার্চ 2018 জৈন প্রত্নসামগ্রী নিয়ে এক বিশেষ প্রদর্শনী হয় ভারতীয় জাদুঘরে, আগে কখনও প্রদর্শিত হয়নি এমন জৈন তীর্থঙ্করদের ১১টি মূর্তি জাদুঘরের ভল্ট থেকে বের করা হয় মাত্র ওই তিন দিনের জন্য৷ জৈন তীর্থঙ্করদের প্রাচীন মূর্তি নিয়ে এমন প্রদর্শনী কলকাতায় প্রথম।  জাদুঘরের শিক্ষা অধিকর্তা সায়ন ভট্টাচার্য তিন দিনের এই বিশেষ প্রদর্শনী প্রসঙ্গে বলেন, আমরা ১১টা এমন জৈন প্রত্নসামগ্রী প্রদর্শন করব, যা আগে কেউ দেখেননি৷ এই মূর্তিগুলো এতদিন জাদুঘরের স্ট্রংরুমে ছিল৷ তিন দিন প্রদর্শনীর পরে ফের সেখানেই ফিরে যাবে৷  (সূত্র - এই সময় খরব কাগজ) উৎসাহীদের সামনে প্রথম বারের জন্য যে সব মূর্তি আসে, তার মধ্যে ছিল- পিতলের তৈরি দ্বাদশ শতাব্দীর একটি পার্শ্বনাথের মূর্তি৷ ব্রোঞ্জের তৈরি ঋষভনাথের তিনটি মূর্তি৷ দশম শতাব্দীর দু’টি ব্রোঞ্জের তীর্থঙ্কর মূর্তি৷ দশম বা একাদশ শতাব্দীতে পাথর কেটে তৈরি শান্তিনাথের একটি মূর্তি৷ এ ছাড়া নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে তৈরি পাথর ও ব্রোঞ্জের দু’টি মূর্তি এবং আনুমানিক দশম শতাব্দীতে তৈরি পাথরের একটি ‘চতুর্মুখ’৷ ঐ তিন দিন ধরে চলা আলোচনাসভা ও প্রদর্শনী নিয়ে দিগ