প্রথম বারের জন্য প্রদর্শিত কিছু জৈন প্রত্ন সামগ্ৰী - শুভজিৎ দে
16 থেকে 18 মার্চ 2018 জৈন প্রত্নসামগ্রী নিয়ে এক বিশেষ প্রদর্শনী হয় ভারতীয় জাদুঘরে, আগে কখনও প্রদর্শিত হয়নি এমন জৈন তীর্থঙ্করদের ১১টি মূর্তি জাদুঘরের ভল্ট থেকে বের করা হয় মাত্র ওই তিন দিনের জন্য৷ জৈন তীর্থঙ্করদের প্রাচীন মূর্তি নিয়ে এমন প্রদর্শনী কলকাতায় প্রথম।
জাদুঘরের শিক্ষা অধিকর্তা সায়ন ভট্টাচার্য তিন দিনের এই বিশেষ প্রদর্শনী প্রসঙ্গে বলেন, আমরা ১১টা এমন জৈন প্রত্নসামগ্রী প্রদর্শন করব, যা আগে কেউ দেখেননি৷ এই মূর্তিগুলো এতদিন জাদুঘরের স্ট্রংরুমে ছিল৷ তিন দিন প্রদর্শনীর পরে ফের সেখানেই ফিরে যাবে৷ (সূত্র - এই সময় খরব কাগজ)
উৎসাহীদের সামনে প্রথম বারের জন্য যে সব মূর্তি আসে, তার মধ্যে ছিল- পিতলের তৈরি দ্বাদশ শতাব্দীর একটি পার্শ্বনাথের মূর্তি৷ ব্রোঞ্জের তৈরি ঋষভনাথের তিনটি মূর্তি৷ দশম শতাব্দীর দু’টি ব্রোঞ্জের তীর্থঙ্কর মূর্তি৷ দশম বা একাদশ শতাব্দীতে পাথর কেটে তৈরি শান্তিনাথের একটি মূর্তি৷ এ ছাড়া নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে তৈরি পাথর ও ব্রোঞ্জের দু’টি মূর্তি এবং আনুমানিক দশম শতাব্দীতে তৈরি পাথরের একটি ‘চতুর্মুখ’৷
ঐ তিন দিন ধরে চলা আলোচনাসভা ও প্রদর্শনী নিয়ে দিগম্বর জৈন সমাজের সভাপতি নির্মল কুমার জৈন বলেন, ‘জৈন ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলোর অন্যতম৷ এই ধর্মের বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করে এত প্রাচীন এবং দুর্লভ প্রত্ন ও শিল্পসামগ্রী রয়েছে, যার খবর খুব কম মানুষই রাখেন৷ এই সম্মেলন অনেকের কাছে অনেক অজানা দিক খুলে দেবে বলে আশা রাখি৷ (সূত্র - এই সময় খরব কাগজ)
নিম্নে সেই 11 টি ছবি দিলাম, চিত্র গুলি আমার ফোনের ক্যামেরায় সংগৃহীত, পরবর্তিকালে যখন এই ব্লগটি লিখি তখন ফোনে ছবি তোলার জন্য অনেক তথ্য ঝাপসা হয়ে যায়, যা ছবি তোলার সময় সে ভাবে চোখে পড়ে নি, তাই সবকটি মূর্তির নাম দিতে পারছি না। এই প্রদর্শনী ও প্রত্নসামগ্রী সম্পর্কে যদি কেউ জেনে থাকেন জানাবেন আমাকে, তাঁর মতামত কে আমি স্বাগত জানিয়ে রাখি অগ্রিম।
উক্ত প্রদর্শনীর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই ভারতীয় সংগ্রহশালাকে।
নিম্নে সেই 11 টি ছবি দিলাম, চিত্র গুলি আমার ফোনের ক্যামেরায় সংগৃহীত, পরবর্তিকালে যখন এই ব্লগটি লিখি তখন ফোনে ছবি তোলার জন্য অনেক তথ্য ঝাপসা হয়ে যায়, যা ছবি তোলার সময় সে ভাবে চোখে পড়ে নি, তাই সবকটি মূর্তির নাম দিতে পারছি না। এই প্রদর্শনী ও প্রত্নসামগ্রী সম্পর্কে যদি কেউ জেনে থাকেন জানাবেন আমাকে, তাঁর মতামত কে আমি স্বাগত জানিয়ে রাখি অগ্রিম।
উক্ত প্রদর্শনীর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই ভারতীয় সংগ্রহশালাকে।
দশম - একাদশ
শতকের
নবম-দশম
শতকের
দশম - একাদশ শতকের
দশম শতকের
দ্বাদশ শতকের (পার্শ্বনাথ)
একাদশ শতকের (ঋষভনাথ)
একাদশ শতকের (ঋষভনাথ)
একাদশ শতকের (ঋষভনাথ)
দশম
শতকের
দশম
শতকের
দশম - একাদশ শতকের (শান্তিনাথ)
Comments
Post a Comment
If you have any doubt, please let me know.