Posts

Showing posts with the label বিজ্ঞাপন

আকর্ষণের বিজ্ঞাপন - শুভজিৎ দে

Image
" বিজ্ঞাপন মারিবেন না " পথ চলতে গিয়ে অলিতে গলিতে সব সময় এই বাক্যটি কটাক্ষ দৃষ্টিতে যেন চেয়ে থাকে পথিকের দিকে, এই বিজ্ঞাপন শব্দটি আমাদের জীবনের রোজনামচার সাথে এখন যুক্ত, প্রতিটি পদক্ষেপে আমরা বিজ্ঞাপনের মরোখে আবদ্ধ। বিজ্ঞাপন আমাদের সাথে যুক্ত একটি একমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়, তবে এছাড়াও বিজ্ঞাপনের বিবিধ উদ্দেশ্য আছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বহু পরিবর্তন এসেছ। টেলিভিশন, রেডিও, শহরের রাস্তা জুড়ে হোডিং প্রভৃতি। আজ এমনই কিছু বিজ্ঞাপনের কয়েকটি দেখে নিতে চলেছি আমরা, যা আজ অতিসাধারণ মনে হলেও একসময় এগুলিই সাহায্য করে গেছে অর্থনীতিকে। মার্টিন বার্ন লিমিটেডের ল্যাম্প ও টিউব এর বিজ্ঞপ্তি এই বিজ্ঞাপনের ইংরেজি প্রতিশব্দ, advertising শব্দটি ল্যাটিন advertre থেকে বিবর্তিত, যার অর্থ ছিল আবর্তিত করা বা ঘোরানো। মতান্তরে প্রাচীন ফরাসি advertir (অর্থ দেখানো) থেকে মধ্যযুগীয় ইংরেজি advertisen (অর্থ জানানো) থেকে advertising শব্দের উদ্ভব। বোম্বে (মুম্বাই) ও কলিকাতায়