আকর্ষণের বিজ্ঞাপন - শুভজিৎ দে

" বিজ্ঞাপন মারিবেন না " পথ চলতে গিয়ে অলিতে গলিতে সব সময় এই বাক্যটি কটাক্ষ দৃষ্টিতে যেন চেয়ে থাকে পথিকের দিকে, এই বিজ্ঞাপন শব্দটি আমাদের জীবনের রোজনামচার সাথে এখন যুক্ত, প্রতিটি পদক্ষেপে আমরা বিজ্ঞাপনের মরোখে আবদ্ধ। বিজ্ঞাপন আমাদের সাথে যুক্ত একটি একমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়, তবে এছাড়াও বিজ্ঞাপনের বিবিধ উদ্দেশ্য আছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বহু পরিবর্তন এসেছ। টেলিভিশন, রেডিও, শহরের রাস্তা জুড়ে হোডিং প্রভৃতি। আজ এমনই কিছু বিজ্ঞাপনের কয়েকটি দেখে নিতে চলেছি আমরা, যা আজ অতিসাধারণ মনে হলেও একসময় এগুলিই সাহায্য করে গেছে অর্থনীতিকে।

মার্টিন বার্ন লিমিটেডের ল্যাম্প ও টিউব এর বিজ্ঞপ্তি

এই বিজ্ঞাপনের ইংরেজি প্রতিশব্দ, advertising শব্দটি ল্যাটিন advertre থেকে বিবর্তিত, যার অর্থ ছিল আবর্তিত করা বা ঘোরানো। মতান্তরে প্রাচীন ফরাসি advertir (অর্থ দেখানো) থেকে মধ্যযুগীয় ইংরেজি advertisen (অর্থ জানানো) থেকে advertising শব্দের উদ্ভব।

বোম্বে (মুম্বাই) ও কলিকাতায় 
WEST END WATCH CO. এর ঘড়ির বিজ্ঞাপন।

প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল কোম্পানির ম্যাগনেসিয়া ক্রিমের বিজ্ঞাপন।

ভাজাভুজি খাওয়া ছাড়া বাঙ্গালি কি ভাবে হওয়া যায়!
বনস্পতি দালদার বিজ্ঞাপন।

বাঙ্গালির ত্বকের সৌন্দর্য রক্ষায় শুরু থেকেই বোরোলীন। 
বোরোলীন কোম্পানির বিজ্ঞাপন।

বনভিটা নামটি শুনলেই ঋত্বিক রোশন এর কই মিল গিয়া সিনেমার সেই দৃশ্য মনে পড়ে। আর তারও আগে বনভিটা কোম্পানির বিজ্ঞাপন।

ব্যাংক ও তার থেকে পাওয়া সুদ, মধ্যবিত্তের সম্বল। তখনও ব্যাংকের জাতীয়করণ হয়নি। সেই সময়ের একটি ব্যাংকের বিজ্ঞাপন হুগলী ব্যাঙ্ক লিমিটেড, ধর্মতলা শাখা।


বর্তমানে আমাদের অনেকের হয়তো একদিনের হাত খরচে সেই সময় একটি গাড়ি হতো, ভাবা যায় আজ  গাড়ির দাম কোথায় ?

R. & W. Hawthorn Leslie & Co. Ltd. কোম্পানির PARAGON Thermo Electric Locomotive and Rail গাড়ির বিজ্ঞাপন।

MODY & CO. এর মোটর সাইকেলের বিজ্ঞাপন।
 যা আধুনিক মোটর বাইকের পূর্বসূরি।

1956 সালের DADAJEE DHACKJEE & Co. Ltd.  মোটরসাইকেলের বিজ্ঞপ্তি

METRO MOTORS কোম্পানির 
মোটরসাইকেলের বিজ্ঞপ্তি।

F. K. IRANI & Co. কোম্পানির 
মোটরসাইকেলের বিজ্ঞপ্তি।

CHEVROLET হয়তো আজ আমরা আমরা যাকে ছোটো হাতি বলে জানি, 
তারই পূর্বসূরি।


তথ্যসূত্র

বিভিন্ন বৈদ্যুতিন গণমাধ্যম
চিত্রঋণ - Wikipedia

Comments

Post a Comment

If you have any doubt, please let me know.

Popular posts from this blog

সহজ পাঠ ও রবীন্দ্রনাথের অবনির্মান - শুভজিৎ দে

দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক - শুভজিৎ দে

পতিতাবৃত্তির জন্ম ও বিবর্তন - শুভজিৎ দে