Posts

Showing posts with the label সুকান্ত ছেড়ে গেছেন তিয়াত্তর বছর হল

সুকান্ত ছেড়ে গেছেন তিয়াত্তর বছর হল - শুভজিৎ দে

Image
সুকান্ত ভট্টাচার্য চিত্রঋণ - Wikipedia তিনি রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন,  " এখন ও আমার মনে তোমার উজ্বল উপস্থিতি,  প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি।  এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি,  নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। " এই একই কথা ওনার স্মরণে আমিও বললাম, আমার সাথে সুকান্ত ভট্টাচার্যের প্রথম পরিচয় ঘটায় হেমন্ত মুখোপাধ্যায়ের " অবাক পৃথিবী " ও " রানার " গানটি। অতঃপর 2008 সালে হাতে পাই সুকান্ত সমগ্র। সেই বাচ্ছা ছেলেটির মন কখন যে জয় করে নিয়েছেন সুকান্তর লেখা তা আমি নিজেও বুঝে উঠতে পারিনি। 1926 সালে 15ই আগস্ট জন্ম গ্রহণ করেন, রবীন্দ্রউত্তর যুগের এই কবি। পৃথিবীতে তাঁর অবস্থান মাত্র একুশ (21) বছর,  আর এই স্বল্প পরিসরে তিনি তাঁর প্রতিভার বিচ্ছুরণ এমন ভাবে ঘটিয়েছিলেন যা বর্তমান অবস্থাকে ভাবিত করবেই, তিনি সার্থক ভাবেই হয়ে উঠেছিলেন গণমানুষের কবি। বামপন্থী-মার্কসবাদী মনোভাবাপন্ন ঐ তরুন কিশোরের লেখায় ফুটে উঠে ছিল সমাজতন্ত্রী সমাজের নানা দিক। তিনি খেটে খাওয়া মানুষের কথা বলতেন কবিতার মাধ্যমে। তাই হয়তো তিনি লিখে...