Posts

Showing posts with the label The king of Laughter

131 তম জন্মবার্ষিকীতে চ্যাপলিন : দ্য কিং অব লাফটার - শুভজিৎ দে

Image
' হাসি হলো ঔষধ, যেটা দুঃখ থেকে মুক্তি দেয়' বা  ' শেষে সব কিছুই ঠাট্টা ' এমন কথা কজনে বলার সাহস দেখায়, একটি কথাও না বলে কেবল অভিনয় দক্ষতা দিয়ে মানুষকে বসিয়ে রাখার অমন ক্ষমতা সে সময় অন্য কারোর ছিল না, সেই কাজটি নিরলস ভাবে করে আমাদের ঋণী করে গেছেন চ্যাপলিন। চার্লি চ্যাপলিন, ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা। হলিউড সিনেমার শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে চলচ্চিত্রের পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। চিত্রঋণ Wikipedia পুরো নাম স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র। যদিও তার জন্মতারিখ নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, তবে প্রচলিত রয়েছে 1889 সালের 16 এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন ইতিহাসের সেরা কৌতুক অভিনেতা এবং নির্মাতা চার্লি চ্যাপলিন। 1891 সালের স্থানীয় আদমশুমারি থেকে জানা যায়, চার্লি তার মা হান্না চ্যাপলিন এবং ভাই সিডনির সঙ্গে দক্ষিণ লন্ডনের বার্লো স্ট্রিটে থাকতেন, এটি কেনিংটনের অন্তর্গত। ইতিমধ্যে তার বাবা চার্লস চ