ভ্যালেন্টাইন্স ডে : প্রেম দিবস না শোকদিবস - শুভজিৎ দে
Happy Valentine's Day আজ শুধুই যে প্রেম দিবস এমনটা কিন্তু নয়, আজকের দিনেই 2019 সালে পুলওয়ামায় সেনার কনভয়ে হামলা চালায় কিছু সমাজশত্রুরা, প্রাণ হারান অনেকেই। আজ দিনটির শুরু তাদের স্মরণ করেই করা ঠিক, তবে এই শোকাহত দিনটির জন্য আমাদের প্রেম দিবস পালন না করার তেমন কোনো অর্থ নেই। পুলওয়ামা ঘটনার আগে পর্যন্ত এই দিনটিকে ভগৎ সিং রাজগুরু শুকদেব এর মৃত্যু দিন বলে মানুষের মধ্যে মিথ্যে তথ্য প্রচার করা হয়েছে। যুদ্ধ ও প্রেম একে অপরের পরিপূরক, তা বলে কোনো একটির জন্য অপরটি বাদ দেওয়া আমার মতে ঠিক না, জানি অনেকেই এর সমালোচনা করবেন। আবার অন্য দিকে আজ মুঘল সম্রাট বাবরের 538 তম জন্মবার্ষিকী ও বটে। তাই দিনটি নানাভাবেই খুবই প্রাসঙ্গিক, যদিও অনেকে গত এক সপ্তাহ ধরে তার প্রিয়তম বা প্রিয়তমাকে প্রেম নিবেদন করে চলেছে নানা ভাবে, আজ হচ্ছে সেই প্রেম সপ্তাহের শেষ দিন, যে দিন সবাই তার প্রিয় মানুষটির থেকে সেই চির প্রত্যাশিত শব্দটি শুনবে, তবে জানেন কি এই ভ্যালেইটাইন কে ? কি ভাবে সূচনা হল এই দিনটির! তবে চলুন জেনে নিই সেই অজানা তথ্য। অনেকের মতে এটি সেন্ট ভ্যালেন্টাইন্স এর দেহাংশ 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাই