Posts

Showing posts with the label নেতাজি সুভাষচন্দ্র বসু

আজও যুদ্ধাপরাধী নেতাজী - শুভজিৎ দে

Image
বিদেশিদের কাছে অনেক সুপার হিরো থাকতে পারে, কিন্তু ভারতীয়দের হৃদয়ে তিনিই সুপার হিরো, তিনিই নেতা, সকলের নেতাজী ।  যিনি বলছেন, " স্বাধীনতা ভিক্ষা করে নয়, ছিনিয়ে নিতে হয়," বা " তোমার আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো । " যাঁর আজ একশো তেইশতম জন্মদিন, যাঁর মৃত্যুদিন অনেকেই বলে থাকেন 18 ই অগাস্ট 1945, তবে আপামর জনসাধারণ আজও বিশ্বাস করেন তিনি ফিরবেন, যুদ্ধাপরাধী হিসেবে তার নাম আজ ব্রিটিশ সরকারের কাছে রয়েছে, যারা আজ ও অপেক্ষা রত তার ফেরার । এই অপেক্ষা কেন তা বলার অপেক্ষা রাখে না, এখন প্রশ্ন হচ্ছে, ১৯৪৫ সালে যদি নেতাজীর মৃত্যু হয়েই থাকে থাকে তবে রাষ্ট্রসংঘ কেন প্রথমে ১৯৯৯ সাল পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করলো ? আবার ১৯৯৯ সালের পর তা বাড়িয়ে ২০২১ সাল কেন করলো? কিসের এত ভয়? যে কথা সকলেরই জানা, পরাধীন দেশের রাজবিদ্রোহীকে সেদিন ব্রিটিশ তল্পিবাহক কিছু প্রভাবশালী নেতৃবর্গের অকর্মণ্যতার কারণে জীবন বাজি রেখে ছদ্মবেশে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল। তিনি যখন কাবুল, কান্দাহার, আফগানিস্তানের বন্ধুর পথ ডিঙিয়ে চলেছেন, তখন ব্রিটিশ গোয়েন্দাকুল তীব্র আত্মশ্লাঘায় দহনসি