Posts

Showing posts with the label Canning House

লর্ড ক্যানিং ও তাঁর বাড়ির গল্প - শুভজিৎ দে

Image
আমপানের পর ভগ্নপ্রায় বাড়িটির অবস্থা সাথে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং 1856 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল এবং 1858 সালের 1 নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয় হিসেবে কাজ শুরু করেন। তাঁর প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1857 সালের সিপাহি বিদ্রোহের সূত্রপাত। লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং এ ঘটনার পর 1858 সালে পার্লামেন্টারি আইন পাস হয়। রানী ভিক্টোরিয়া প্রকাশ্য ঘোষণা দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। যারা এ অভ্যুত্থানে অংশগ্রহণ করে তাদেরকে যদিও তিনি (ক্যানিং) শাস্তি প্রদান করেন, তবুও তিনি যতদূর সম্ভব ভারতীয়দের বিরুদ্ধে বাছবিচারহীন প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ পরিহার করেন, এবং এভাবে তিনি ‘ক্ষমাশীল ক্যানিং’ এর উপাধি অর্জন করেন। লর্ড ক্যানিং এই সব কথা বিক্ষিপ্ত ভাবে বাংলার ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যাবে, তবে আজ বিশেষ কারণে ক্যানিং এর কথা বলা, আর তা হচ্ছে মূলত ক্যানিং টাউনে তার একটি বাড়ির জন্য। দূর থেকে পোর্ট ক্যানিং এর সদর দপ্তর, যা লোকমুখে লর্ড ক্যানিংয়ের বাড়ি 1856 থেকে 1862 এই সময়কা...