About Us
আমি শুভজিৎ দে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র, মধ্যযুগের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (I.H.C)। এছাড়া রাজ্যস্তরের কবাডি খেলোয়ার ছিলাম এক সময়ে, বর্তমনে কবাডি প্রশিক্ষক হিসেবে গার্ডেনরীচ কবাডি ক্লাবে নিযুক্ত, সাথে দক্ষিণ 24 পরগণা জেলা ও দক্ষিণ কলিকাতা জেলা কবাডি দলের সহকারী প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে চলেছি। এছাড়াও প্রো-কবাডি জুনিয়র প্রতিযোগীতার অফিসিয়াল হিসেবে কাজ করে চলেছি লেখালিখির পাশপাশি। এতো আমার কথা, আবার আসা যাক অনুসন্ধানের (ব্লগের) বিষয়ে, মূলত ইতিহাসকে সবাই একটু অন্য চোখে দেখে, ঠিক যেমনটি বিজ্ঞানকে দেখে তেমন নয়, তবে দুই গুরুত্বপূর্ণ বিষয় এবং সৃষ্টির বহু উপাদান এর খোঁজ আমরা ইতিহাস থেকে পেয়ে থাকি তাই ইতিহাস কে বলা হয়ে থাকে "MOTHER OF ALL SUBJECTS" বলা হয় এটাই অনেকে মানেন না, এখনকার দিনের ছেলেমেয়েরা তাদের পূর্বপুরুষের নাম বা বাংলা ভাষায় বাংলা সংস্কৃতিকে মেনে নিতে চায় না, এতে তাদের দোষ নেই, দোষ তাদের পরিবারের এমনই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম আমিও, আমার পরিবার ও ইতিহাস নিয়ে পড়ার ক্ষেত্রে মত দেয়নি। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে আমি নিজের পথে চলে আজ এখানে।
" অনুসন্ধান " এর মূল লক্ষ্য ইতিহাসকে কেয়ার করা, কেরিয়ার নয়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরছি, সাথে থাকছে জনশ্রুতিও। জানা-অজানা তথ্যকে নতুন ভাবে তুলে ধরা হচ্ছে অনুসন্ধানে। তাই সময় সুযোগ পেলে সাইকেল নিয়ে কলকাতার রাস্তায় বেড়িয়ে পড়ি, আসুন সবাই মিলে আমরা শপথ গ্রহণ করি, ইতিহাসকে শুধু টাকা উপার্জনের মাধ্যম হিসেবে না ভেবে তার খেয়াল করি, কারণ ইতিহাস থাকলেই বর্তমান থাকবে, ভবিষ্যত থাকবে, তাই হয়তো ঐতিহাসিক ই. এইচ. কার ইতিহাস সম্পর্কে বলেছেন " History is an unending dialogue between the present and the past. " আশা করি সবাই আমাদের সাহায্য করবেন।
ধন্যবাদ।
আমাদের FaceBook Page
আমাদের FaceBook Group
আমাদের YouTube Channel
Comments
Post a Comment
If you have any doubt, please let me know.