Posts

Showing posts with the label Ishwar Chandra Vidyasagar

বিদ্যাসাগরের ইচ্ছাপত্র ও তার ভবিষ্যত - শুভজিৎ দে

Image
1875 সালে 31শে মে, আমহাস্ট স্ট্রিটের 63 নম্বর বাড়ির দোতলায় বসে বিদ্যাসাগর মহাশয় 25টি অনুচ্ছেদে বিন্যস্ত একটি ইচ্ছাপত্র লেখেন নিজের হাতে। এই ইচ্ছাপত্রে স্থান পেয়েছে তাঁর নিজেস্ব সম্পত্তির তালিকা, 45জন মাসিক বৃত্তিপ্রাপকের নাম, যার মধ্যে অনেকেই তাঁর আত্মীয় নন। এছাড়াও দাতব্য বিদ্যালয় সহ তাঁর ইচ্ছাপত্রের সর্বশেষ অনুচ্ছেদটি, যা সকলকেই আকর্ষিত করে, আর সেই অনুচ্ছেদের বিষয়বস্তু তাঁর পুত্র নারায়ন বন্দ্যোপাধ্যায়। চিত্রঋণ - Wikipedia তাঁর ইচ্ছাপত্রের সর্বশেষ অনুচ্ছেদটি হয়তো আমাদের সকলেরই জানা, তাই সেই বিষয়টিকে অপেক্ষাকৃত গৌণ মনে করে, সেই ইচ্ছা পত্রের প্রথম দিককার অনুচ্ছেদ গুলির উপর আলোকপাত করার এই ব্লগটি লেখার উদ্দেশ্য। তাই দেখে নেওয়া যাক, তার ইচ্ছাপত্রের বক্তব্য। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিত্রঋণ - Wikipedia তাঁর ইচ্ছাপত্রের বক্তব্য নিম্নে তুলে ধরা হলো   1। আমি স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া স্বচ্ছন্দচিত্তে আমার সম্পত্তির অন্তিম বিনিয়োগ করিতেছি। 2। চৌগাছা নিবাসী শ্রীযুক্ত কালীচরণ ঘোষ, পাথরা নিবাসী শ্রীযুক্ত ক্ষীরোদনাথ সিংহ, আমার ভাগিনেয় জনপুর নিবাসী শ্রীযুক্ত বেণীমাধব ম...