মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই - শুভজিৎ দে
" স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজের, আজ আর নেই, জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই, " তবে তার সুরের জাদুতে মেতে ছিল আট থেকে আশি সকলে, যার গান আজও এই প্রজন্মকে ভাবায়, হাসায় আবার কখনও কখনও কাঁদায়ও। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ অজস্র ভাষায় তিনি ছ'দশক ধরে গান গেয়েছেন। ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগৎ-এ অন্যতম একজন শিল্পী, আজ থেকে 101 বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শ্রী প্রবোধচন্দ্র দে। হ্যাঁ, এই নামটির সাথে অনেকেই আমরা পরিচিত নই, তিনি আমাদের কাছে চিরপরিচিত মান্না দে নামে। আজ মে দিবসের পাশাপাশি মান্না দে'র 101তম জন্মবার্ষিকী। প্রবোধচন্দ্র দে চিত্রঋণ - Wikipedia (কাকা) কৃষ্ণচন্দ্র দে'র অনুপ্রেরণায় প্রবোধচন্দ্রের সঙ্গীত জগৎ এ প্রবেশ ঘটে, 1942 সালে তিনি বর্তমান মুম্বাই এ যান। সেখানে প্রথমে কাকা (কৃষ্ণচন্দ্র দে) ও পরে শচীনদেব বর্মনের সহকারী হিসাবে কাজ করেন, এই একই সময় তিনি শিক্ষাগুরু হিসেবে সান্নিধ্য পান ওস্তাদ আমান আলী খান ও ওস্তাদ আব্দুল রহমান খানের, যাঁদের থেকে তিনি হিন্দুস্ত