টাউন হলের পর; কলকাতায় দ্বিতীয় শিবাজী উৎসব - শুভজিৎ দে ।

16 নং কর্ণওয়ালিস ষ্ট্রীটে এক প্রকান্ড দোতলা বাড়ি ছিল, যদি ও ছিল বলাটা ভুল ছিল, তা এখনও আছে তবে নতুন নতুন আকাশ মুখী স্বপ্নের সামনে তা নীহাত গৌণ এক স্থাপত্য । তবে এখন কর্ণওয়ালিস ষ্ট্রীট থেকে এ বাড়িতে যাওয়া যায় না, সেদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে, বর্তমান দিনে সেখানে যাওয়ার জন্য শিবনারায়ণ দাস গলিপথ ব্যবহার করতে হয়, বাড়ির মাথায় লেখা আছে "রাজমন্দির" এ বাড়ির মালিক ছিলেন জনৈক রাজকুমার দাস, এ অঞ্চলে আরও কয়েকটি বাড়ি ছিল তার, বড়লোক মানুষদের যেমন হয়ে থাকে, যার নামে গলিপথের উল্লেখ করেছি আগে, সেই শিবনারায়ণ দাসের ছেলে ইনি, এই বাড়ির এক তলায় 1904 দ্বিমতে 1905 সালে প্রতিষ্ঠিত হয় স্বদেশী যুগের বিখ্যাত ফিল্ড এন্ড একাডেমী ক্লাব ( Field and Academy Club ) এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবোধ বসু মল্লিক, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, বি.সি. চাটুয্যে (ওনার নামের এই বানান পাওয়া যায়, পেশায় উকিল ছিলেন)  প্রমুখ । 1905 সালে জুন মাসে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই দুই ব্যক্তি মিলে এই বাড়ির দোতলায় একটি মেস করেন, সেই মেসে পন্ডিত মোক্ষদাচরণ সামাধ্যায়ী বাদে, রাধাকুমোদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় সরকার প্রমুখ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা থাকতেন । এই মেস বছর খানেক চলে, টাউন হলের পর কলকাতায় দ্বিতীয় বার এই বাড়িতেই 1906 সালে জুন মাসে  শিবাজী উৎসব হয়, এক তলার একটি ঘরে দেবী ভবানীর সামনে হাঁটু গেড়ে পুজো করছেন এই রকম একটি শিবাজীর মূর্তি স্থাপন করা হয় ।

( দেবী ভবানীর পুজো করছেন শিবাজী )

এই বাড়ির ঠিক সামনেই একটি বড় খোলা মাঠ ছিল । সেই মাঠকে লোকে পান্তীর মাঠ বলে, কারণ সেই মাঠটির মালিক ছিলেন রানাঘাটের বিখ্যাত জমিদার কৃষ্ণ পান্তী বা তার কোনো বংশধর । কৃষ্ণ পান্তীর নাম ছিল কৃষ্ণচন্দ্র পাল । প্রথম জীবনে তিনি অত্যন্ত গরীব ছিলেন, পান বিক্রী করতেন বলে লোকে তাঁকে বলত পান্তী । এই পান্তীর মাঠে বঙ্গভঙ্গ ও স্বদেশী অন্দোলনের যুগে অসংখ্য সভা ও বক্তৃতা হয়েছে, এই মাঠেই 1906 সালে শিবাজী উৎসব উপলক্ষে মেলা বসেছিল, কৃষ্ণনগরের পুতুলনাচ, বক্তৃতা, লাঠি খেলা প্রভৃতির ব্যবস্থা হয়েছিল । শিবাজী উৎসব উপলক্ষে এই বাড়ি ও মাঠে তিলক ( বাল গঙ্গাধর তিলক ) উপস্থিত হয়েছিলেন । বর্তমানে এখন পান্তীর মাঠে বিদ্যাসাগর কলেজের হোস্টেল নির্মিত ।

শিবাজী মহারাজ

তথ্যসূত্র

কলির শহর কলকাতা- হরিপদ ভৌমিক
কলকাতা শহরের ইতিবৃত্ত - বিনয় ঘোষ
কলিকাতা দর্পণ - রাধারমণ মিত্র

Comments

Popular posts from this blog

সহজ পাঠ ও রবীন্দ্রনাথের অবনির্মান - শুভজিৎ দে

দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক - শুভজিৎ দে

পতিতাবৃত্তির জন্ম ও বিবর্তন - শুভজিৎ দে