শুধু কি দিন আর তারিখ ! নাকি মিল পাওয়া যাবে ঘটনারও ? - শুভজিৎ দে

অনেক দিন সেভাবে কিছু লেখা হয়ে ওঠেনি, অন্যান্য কাজের চাপে, তবে একটি অদ্ভুত বিশেষ ঘটনা আপনাদের সাথে ভাগাভাগি করতে আজকের এই লেখার অবতরণের অবশ্যিকতা বলে আমার মনে হয়েছে। তাই দীর্ঘদিনের বিরতির পর আজ আবার ব্লগ লেখা, গত বছর অর্থাৎ 2020 আমাদের অনেক কিছুর শিক্ষা দিয়েছে। সে সব কিছু ভুলে না গেলেও আজ আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে 2021 ইংরেজি নববর্ষের প্রথম দিন, আজ থেকে সূচনা হচ্ছে এক নতুন দশকের, আর আপনাকে আমি জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

HAPPY NEW YEAR

অনেক মানুষের ছেড়ে যাওয়ার সাথে সাথে, নক্ষত্র পতন ঘটেছে একের পর এক,  এর মাঝে কোরোনা মহামারী, এই শতাব্দীর অন্যতম প্রানঘাতক আতঙ্ক যা সারা বিশ্বে দাপিয়ে বেড়িয়েছে এবং বেড়াচ্ছে, চীনের উহান প্রদেশ থেকে যার জন্ম, হয়তো আগামী প্রজন্ম বায়ো ওয়ার করবে একে অন্যের সাথে, তারই ধারাবাহিকতার এটা সূচনা বলা যেতে পারে, কোরোনা কালে সকলেই গৃহবন্দি হয়ে যায় ভারত সরকারের ঘোষনায়, প্রথমে 21 দিনের গৃহবন্দি থাকার কথা ঘোষিত ও কোরোনা মহামারী নির্মূলের ঘোষনা হলেও পর্যায়ক্রমে গৃহবন্দি জীবনের মেয়াদ বৃদ্ধি পেতে থাকে,  

  • পর্যায়ক্রম 1 : 25শে মার্চ 2020 থেকে 14ই এপ্রিল 2020 (21 দিন)
  • পর্যায়ক্রম 2 : 15ই এপ্রিল 2020 থেকে 3রা মে 2020 (19 দিন)
  • পর্যায়ক্রম 3 : 4ঠা মে 2020 থেকে 17ই মে 2020 (14 দিন)
  • পর্যায়ক্রম 4 : 18ই মে 2020 থেকে 31শে মে 2020 (14 দিন)

আর মহামারি নির্মূলের (ভারতের ক্ষেত্রে) বিষয়টা হচ্ছে ঠিক নোটবন্দী যতটুকু সফল এটাও তাই, না বললেই চলে।

এর মাঝে ঈদ, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের খুশিতে মেতে উঠেছে দেশবাসী, পর্যায়ক্রমে গৃহবন্দি থাকার তালাও খুলেছে ধীরে ধীরে, আদতে তা না খুললে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটার প্রচার কি ভাবে হবে, মাঝখান থেকে নষ্ট হয়েছে ছাত্র-ছাত্রীদের জীবনের বেশকিছু মূল্যবান সময় ও স্মৃতি। এই সব কিছু মেনে নিয়েও মানুষ এক সাথে থাকার প্রচেষ্টা করছে চাকরি হারিয়ে, পরিজাই হয়ে ফিরে আসছে অন্য রাজ্য বা বিদেশ থেকে, যারা দেশের মাটি এই জন্য ছেড়ে গিয়েছিলেন এখানে কিচ্ছু নেই বলে, তারাও ফিরে এসেছেন, নতুন দেশ নতুন রাজ্য তাদের রাখেনি যে। কিন্তু এই সময় একজন মানুষ সারা দেশের মনে চিরকালীন স্থান দখল করে নিয়েছেন তিনি সোনু সুদ, যিনি আদতে খলনায়কের ভূমিকায় সিনেমায় অভিনয় করলেও, আসল জীবনে তিনিই সত্যিকারের নায়ক।

কিন্তু কথায় আছে না যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তাই, মানুষ যখন কোরোনা মহামারী সামাল দিতে পারছে না, তখন এই বঙ্গে আগমণ ঘটে আম্ফান ঝড়ের, মৃত্যু হয় শতাধিক মানুষের। বছরের শেষের দিকে অনেকেই নজর রেখেছেন মহাকাশের দিকে মহাজাগতিক ঘটনা চাক্ষুষ করার জন্য শনি ও বৃহস্পতি গ্রহের মিলন দেখার জন্য, এভাবেই কাটে এই বছরটা,

2021 সালের বর্ষপঞ্জি

1971 সালের বর্ষপঞ্জি


দেখার বিষয় 2021 কেমন হয় ! কিন্তু আসল মজা এখানেই মানে 2021 এর ক্যালেন্ডারের পাতায়। যদি একটু ভালো ভাবে দেখেন দেখবেন 2021 শুরু ও শেষ দুই দিনই শুক্রবার। এছাড়াও আরও মিল আছে, যেমন গত 120 বছরের বর্ষপঞ্জির সাথে 2021 সালের প্রায় 12টি মিল খুঁজে পাওয়া যায়, আর 1971 সালের যেন প্রত্যায়িত নকল 2021, শুধু সালটাই যেন পরিবর্তন হয়েছে 1971 এর বদলে এসেছে 2021 এছাড়া সবই এক, যেমন 50 বছর আগের 1971 সালের ইংরেজি নববর্ষ দিনটিও ছিল এমনই শুক্রবর এবং শেষ দিনও তাই।

শুধু 1971 নয়, মিল আছে 1909, 1915, 1926, 1937, 1943, 1954, 1965, 1982, 1993, 1999, ও সর্বশেষ 2010 সালের, নিম্নে উক্ত সালগুলির বর্ষপঞ্জির চিত্র তুলে ধরা হয়েছে।  এমনকি খুব সাম্প্রতিককালে আগামীতে মিল পাওয়া যাবে এমন বর্ষপঞ্জির তা হচ্ছে 2027 সালের। এবার দেখার শুধু কি তারিখ আর দিনের মিল হতে চলেছে 2021, নাকি ঘটে যাওয়া ঘটনারও মিল খুঁজে পাওয়া যাবে এই বছরে সেটাই দেখার।




তথ্যসূত্র : 

1. বিভিন্ন বৈদ্যুতিন গণমাধ্যম
2. Wikipedia

চিত্রঋণ :
1 . Print-a-calendar.com
2. General Blue
3. Freepic.com











Comments

Post a Comment

If you have any doubt, please let me know.

Popular posts from this blog

সহজ পাঠ ও রবীন্দ্রনাথের অবনির্মান - শুভজিৎ দে

দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক - শুভজিৎ দে

পতিতাবৃত্তির জন্ম ও বিবর্তন - শুভজিৎ দে