Posts

Showing posts from January, 2020

আজও যুদ্ধাপরাধী নেতাজী - শুভজিৎ দে

Image
বিদেশিদের কাছে অনেক সুপার হিরো থাকতে পারে, কিন্তু ভারতীয়দের হৃদয়ে তিনিই সুপার হিরো, তিনিই নেতা, সকলের নেতাজী ।  যিনি বলছেন, " স্বাধীনতা ভিক্ষা করে নয়, ছিনিয়ে নিতে হয়," বা " তোমার আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো । " যাঁর আজ একশো তেইশতম জন্মদিন, যাঁর মৃত্যুদিন অনেকেই বলে থাকেন 18 ই অগাস্ট 1945, তবে আপামর জনসাধারণ আজও বিশ্বাস করেন তিনি ফিরবেন, যুদ্ধাপরাধী হিসেবে তার নাম আজ ব্রিটিশ সরকারের কাছে রয়েছে, যারা আজ ও অপেক্ষা রত তার ফেরার । এই অপেক্ষা কেন তা বলার অপেক্ষা রাখে না, এখন প্রশ্ন হচ্ছে, ১৯৪৫ সালে যদি নেতাজীর মৃত্যু হয়েই থাকে থাকে তবে রাষ্ট্রসংঘ কেন প্রথমে ১৯৯৯ সাল পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করলো ? আবার ১৯৯৯ সালের পর তা বাড়িয়ে ২০২১ সাল কেন করলো? কিসের এত ভয়? যে কথা সকলেরই জানা, পরাধীন দেশের রাজবিদ্রোহীকে সেদিন ব্রিটিশ তল্পিবাহক কিছু প্রভাবশালী নেতৃবর্গের অকর্মণ্যতার কারণে জীবন বাজি রেখে ছদ্মবেশে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল। তিনি যখন কাবুল, কান্দাহার, আফগানিস্তানের বন্ধুর পথ ডিঙিয়ে চলেছেন, তখন ব্রিটিশ গোয়েন্দাকুল তীব্র আত্মশ্লাঘায় দহনসি...

টাউন হলের পর; কলকাতায় দ্বিতীয় শিবাজী উৎসব - শুভজিৎ দে ।

Image
16 নং কর্ণওয়ালিস ষ্ট্রীটে এক প্রকান্ড দোতলা বাড়ি ছিল, যদি ও ছিল বলাটা ভুল ছিল, তা এখনও আছে তবে নতুন নতুন আকাশ মুখী স্বপ্নের সামনে তা নীহাত গৌণ এক স্থাপত্য । তবে এখন কর্ণওয়ালিস ষ্ট্রীট থেকে এ বাড়িতে যাওয়া যায় না, সেদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে, বর্তমান দিনে সেখানে যাওয়ার জন্য শিবনারায়ণ দাস গলিপথ ব্যবহার করতে হয়, বাড়ির মাথায় লেখা আছে "রাজমন্দির" এ বাড়ির মালিক ছিলেন জনৈক রাজকুমার দাস, এ অঞ্চলে আরও কয়েকটি বাড়ি ছিল তার, বড়লোক মানুষদের যেমন হয়ে থাকে, যার নামে গলিপথের উল্লেখ করেছি আগে, সেই শিবনারায়ণ দাসের ছেলে ইনি, এই বাড়ির এক তলায় 1904 দ্বিমতে 1905 সালে প্রতিষ্ঠিত হয় স্বদেশী যুগের বিখ্যাত ফিল্ড এন্ড একাডেমী ক্লাব ( Field and Academy Club ) এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবোধ বসু মল্লিক, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, বি.সি. চাটুয্যে (ওনার নামের এই বানান পাওয়া যায়, পেশায় উকিল ছিলেন)  প্রমুখ । 1905 সালে জুন মাসে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই দুই ব্যক্তি মিলে এই বাড়ির দোতলায় একটি মেস করেন, সেই মেসে পন্ডিত মোক্ষদাচরণ...